Pediatric neurological disorder & importance of breastfeeding
স্নায়বিকভাবে বিকলঙ্গ শিশু:
আমাদের কেন্দীয় স্নায়ুতত্র,মস্তিষ্ক,মেরুদন্ড এবংস্নায়ুর সমন্বয়ে গঠিত । স্নায়ুতত্র ইন্দ্রিয় এর মাধ্যমে বিভিন্ন তথ্য গ্রহণ করে ,তাকে নিয়ন্ত্রণ করে দেহের কার্যক্রম চালায় (সেচ্ছায় বা অনিচ্ছায় )।
স্নায়বিকভাবে বিকলঙ্গ শিশুর স্নায়ুতত্র ক্ষতিগ্রস্থ । এ ধরনের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে ,যেমন:অপরিণত শিশু, Cerebral palsy (মস্তিষ্ক সংক্রান্ত পক্ষাঘাত), Down Syndrome এবং আরও অনেক কারণে হতে পারে ।
স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ শিশুদের মায়ের দুধ পানের উপকারিতা:
Down syndrome child
Down syndrome child
স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ শিশুদের যেসব প্রতিবন্ধকতা থাকে:
স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ শিশুরা দুরকম হয়,
দুই ক্ষেত্রেই শিশুর দুধ চুষে খেতে সমস্যা হয় ।
হাইপোটনিক (has poor muscle tone):
এসব শিশুর যেসব ধরনের প্রবণতা থাকে:
১.শিশু অনিয়মিতভাবে / এলোমেলোভাবে /দূর্বলভাবে দুধ চুষে খাওয়ার চেষ্টা করতে থাকে ।
২. ধনুকের মত করে শরীর বাঁকায় ।
৩.উদ্দীপিত করলে খুব বেশী প্রতিক্রিয়াশীল হয় ।
৪. খুব বেশী Rooting (নবজাতকের গালের একপাশে আটকে রাখলে মাথা সেদিকে ঘুরায় )। অথ্যাৎ বারবার মাথা এদিক –ওদিক ফেরায় ।
৫. যখন স্তনের বোঁটা বা কিছু মুখে দেয়া হয় ,কামড় দেয়(tonic bite reflex)
৬. দুধ চোষা, খাওয়া এবং গেলা সবক্ষেত্রেই খুব দূর্বল ।
৭. দুধ চোষার সময় খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে ;ফলে শেষের দিকের দুধ (বেশী ক্যালরী সমৃদ্ধ)চোষা অবধি ধরে রাখা যায় না
৮. একান্তই দুধ চুষতে না পারলে হাত দিয়ে গেলে বের করে চামচ -বাটিতে করে দিতে হবে । কোনভাবেই ফিডারে দুধ দেয়া যাবে না ;কারণ ফিডারের নিপলে বিসফেনল-এ নামক ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রয়েছে ।
ব্রেষ্টফিডিং বিষয়ে ট্রেনিংপ্রাপ্ত এমন কারও সাহায্য নেয়া স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ নবজাতকের মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।তারাই এসমস্ত বাচ্চাদের প্রয়োজনীয় পেশাদার সহযোগীতা করতে পারবে ।
শিশুদের বিভিন্ন ধরনের Reflex:
স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ শিশুদের মায়েরা যেভাবে দুধ খাওয়াবে :
ধাপ ১ :
ঘুম থেকে জাগানো: দুধ খাওয়ানোর সময় এধরনের শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন ।এদের মধ্যে কিছু শিশু কান্নাকাটি করে না, খাওয়ার চাহিদা প্রকাশ করতে পারে না; বেশীরভাগ সময়ই ঘুমায় ।এক্ষেত্রে ঘুম থেকে জাগিয়ে তুলে তাকে কমপক্ষে ২৪ ঘন্টায় ৮-১২ বার দুধ চুষে খেতে সাহায্য করতে হবে ।অনেক সময় এধরনের বাচ্চা কখনও পুরোপুরি ঘুম থেকে জাগে না ।এক্ষেত্রে খেয়াল করতে হবে ;কখন বাচ্চাটি তার হাত নাড়ে অথবা মুখ নাড়ে, যদিওবা তার চোখ বন্ধ । স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ শিশুদের এক্ষেত্রে ধরে নিতে হবে আধো ঘুম ,আধো জাগনা রয়েছে ;তখন সহজেই তাকে জাগানো সম্ভব ।এসময় কিছু কৌশল যেমন-পায়ের তলায় সুঁড়সুঁড়ি দিয়ে,থুতনির নীচে সুঁড়সুঁড়ি দিয়ে জাগানোর চেষ্টা করতে হবে ।তারপরও যদি না জাগে তবে ডায়পার বদলানোর মত খালি গা করে ;মায়ের ত্বকের সাথে বাচ্চার ত্বক স্পর্শ করালে জেগে উঠবে এবং দুধ পান করবে ।
ধাপ ২: মায়ের স্তনে সঠিক সংস্থাপন ও দুধ চোষানো চালিয়ে যাওয়া:
মায়ের স্তন সঠিক সংস্থাপনের জন্য এধরনের শিশুরা সাধারণত মুখ বড় করে হা করে না ।তাই মা বা সাহায্যকারী হাত দিয়ে বাচ্চার মুখ বড় করে হা করাবেন । এরা খুব অনিয়মিতভাবে /এলোমেলোভাবে দুধ চোষে ।অনেকসময় ২/৩ বার চোষার পর ঢোক গিলে, চোষা বন্ধ করে ঘুমিয়ে যায় ।মাকে খুব ধৈয্যের সাথে এধরনের বাচ্চাদের দুধ খাওয়াতে হবে ।বাচ্চাকে পুনরায় জাগানোর জন্য পায়ের তলায় সুড়সুড়ি দিয়ে,থুতনির নীচে সুঁড়সুঁড়ি দিলে দেখা যাবে পুনরায় দুধ চুষতে শুরু করেছে ।স্বাভাবিক বাচ্চাদের দুধ চুষে খেতে ২০/৩০ মিনিট লাগলেও এদের সমপরিমাণ খেতে ২ /৩ ঘন্টা লাগতে পারে ।এভাবে আস্তে আস্তে শিশুকে দুধ চুষে খেতে প্রভাবিত করতে হবে ;তবে বেশী চাপাচাপি করা যাবে না ।পরীক্ষায় দেখা গিয়েছে যে,প্রথমবার এভাবে শিশুকে দুধ চুষে খেতে প্রভাবিত করতে বা দুধ চুষে খেতে যে সময় লাগে ;পরবর্তিতে ক্রমান্বয়ে তা কমতে থাকে।
ধাপ ৩: সঠিক অবস্থান(হাইপোটনিক(has poor muscle tone) এর বাচ্চাদের ক্ষেত্রে:
খুব দূর্বলmuscle tone এর বাচ্চাদের মাথা ও নীচের অংশ একই লেভেলে থাকলে অথবা কাছাকাছি থাকলে তুলনামূলক ভাবে সহজে মায়ের দুধ চুষে খেতে পারে। তবে মায়ের কোলে অবশ্যই একটি বালিশ দিতে হবে বাচ্চার সাপোর্টের জন্য ।
ধাপ ৪: যদি নবজাতক ধনুকের মত করে শরীর বাঁকায়
সেক্ষেত্রে এবং হাইপারটনিক (has over reactive muscle tone) বাচ্চাদের সঠিক অবস্থান ও লক্ষণীয় বিষয়সমূহ:
যদি নবজাতক ধনুকের মত করে শরীর বাঁকানোর চেষ্টা করে,তবে তার নমনীয়তা/বক্রতা বজায় থাকে; এমনভাবে ধরতে হবে ;হাঁটু বাঁকা করে (Sitting position)এবং মেরুদন্ড বৃত্তাকার করে । এজন্য বাচ্চাটিকে কম্বল/কাপড় দিয়ে জড়িয়ে নিলে তার নমনীয়তা/বক্রতা বজায় থাকে ।
ধাপ ৫: একটি কাপড় ,মা পট্টির মত তার গলায় ঝুলিয়ে বেঁধে নিয়ে তাতে বাচ্চাকে শুইয়ে দিলে poor muscle tone এর বাচ্চার নমনীয়তা/বক্রতা বজায় থাকে । এতে মায়ের হাত খালি থাকে ;যা বাচ্চার থুতনি এবং চোয়াল ধরে রাখতে ব্যবহার করতে পারে । Poor muscle tone এর বাচ্চার থুতনি এবং চোয়াল ধরে রাখলে তার জন্য দুধ চোষা সহজ হয় ।
ধাপ ৬: Dancer hand position:
Dancer hand position -এ আলতোভাবে গালে চাপ দিয়ে ধরার ফলে বাচ্চার মুখকে সাপোর্ট পায়। এই পজিশন সাধারণত; অপরিণত শিশু,খুব দূর্বলভাবে চোষে এমন শিশু অথবা পেশীসংক্রান্ত সমস্যা অথবা স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ নবজাতকের ক্ষেত্রে প্রযোজ্য । এতে নবজাতকের চোয়ালের স্বাভাবিক নড়াচড়া চলে না(Danner & Cerutti,1984) । মা বাচ্চার থুতনি ধরে রাখার কারণে ,বাচ্চার জিহ্বা খুব ভালভাবে আটকে থাকে । পুরো চোয়ালই স্তনের সাথে ধরে রাখা হয় ।স্তন U –shape এ ধরতে হবে,২টি আঙ্গুল দিয়ে বাচ্চার থুতনি ,৩ টি আঙ্গুল দিয়ে মায়ের স্তন ধরতে হবে । বৃদ্ধা ও তর্জনী আঙ্গুলি দিয়ে বাচ্চার দুইপাশের গাল ধরে রাখা হয় ;এতে ভিতরের দিকে আস্তে চাপ দিতে পারে ;ফলে মুখ গহ্বরের পৃষ্ঠ ওবোঁটার সংস্পর্শ হয় । এটি বাচ্চাকে বোঁটা ও এরিওলার মধ্যে মাড়ি দিয়ে চাপ দিতে সাহায্য করে । অপরিণত শিশুর মুখ গহ্বরের পৃষ্ঠের ফাঁকা অংশকে পূরণ করে দেয় ।
স্নায়বিকভাবে ক্ষতিগ্রস্থ বাচ্চা ভালভাবে দুধ পাচ্ছে কিনা কিভাবে জানবো এবং ভালভাবে দুধ না পেলে কি করতে হবে ?
হাইপারটনিক (has over reactive muscle tone) বাচ্চাদের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়সমূহ:
১.উজ্জ্বল আলোতেবাচ্চার চোখ ঢেকে রাখতে হবে ।
২.কোন শব্দ না করে চুপচাপ বসতে হবে ।
৩.বাইরের কোন শব্দ না আসে সেদিকে খেয়াল রাখতে হবে
৪.বাচ্চার সাথে খুব নরম গলায় কথা বলতে হবে ।
৫. বাচ্চার অবস্থান বদলালে খুব ধীরে করতে হবে ।
৬. কম্বল/কাপড় দিয়ে জড়িয়ে নিলে তার নমনীয়তা/বক্রতা বজায় রাখতে হবে ।
৭. বাচ্চাকে দোলাতে চাইলে খুব ধীরে ধীরে দোলাতে হবে ।
References:
I have to thank you for the efforts you have put in penning this website. Im hoping to see the same high-grade content by you in the future as well. In truth, your creative writing abilities has motivated me to get my own website now 😉
BBF is a non-profitable organization. We believe Nobody can grow without help. Your little bit donation can save millions of children. Help us be with us
Good day! I just wish to give you a huge thumbs up for your excellent information you have got here on this post. I am coming back to your blog for more soon. נערות ליווי באשדוד