বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন” জুম প্লাটফর্ম এর মাধ্যমে আগামী ২১, জুন (সাম্ভব্য), ২০২২ সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ পর্যন্ত অনলাইন ট্রেনিং কোর্সের ৫ম ব্যাচের আয়োজন করা হয়েছে । এছাড়াও সপ্তাহে ৩ দিন ট্রেনিং দেয়া হবে । ২ টি সময়ে ট্রেনিং দেয়া হবে । রবি,মঙ্গল,বৃহ:।
ট্রেনিং সময়: ১ দিন, ৩ঘন্টা ।
সকাল ৯.০০ টা থেকে ১২.০০ অথবা বিকাল ২.০০-৫.০০ টা ।
অনলাইন ট্রেনিং এর লিংক রেজিস্টার্ডকৃত অংশগ্রহণকারীদের মাঝে প্রেরণ করা হবে ।
অংশগ্রহণকারীঃ শিশুর মা-বাবা, গর্ভবতী মা ,ভবিষ্যতে আগত শিশুর বাবা বা পরিবারের কেউ, শিশুর যত্নকারী যেমনঃ- খালা-ফুপু, দাদা-দাদী বা সংশিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারেন । অংশগ্রহণকারীদের ট্রেনিং শেষে সার্টিফিকেটের সফট কপি প্রদান করা হবে।
অংশগ্রহণকারীদের কি কি প্রয়োজন হবে?
যেহেতু অনলাইন কোর্স তাই ইন্টারনেট কানেকশন, এবং মোবাইল ফোন/পিসি/ল্যাপটপ লাগবে।
বাংলা জানতে হবে ।
রেজিস্ট্রেশন ফিঃ ৩৫০ টাকা ।
রেজিস্ট্রেশন সময়: ২০, জুন,২০২২ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে।
বিষয়ঃ
ঘরের তৈরি পরিপূরক খাবার কী এবং শিশুকে পূর্ণ ৬ মাস (১৮০ দিন) বয়স থেকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানোর গুরুত্ব, খাবারের ধরন,পরিমাণ,ঘনত্ব, Responsive Feeding,
সহজে প্রস্তুত করা যায় এমন কিছু পুষ্টিকর পরিপূরক খাবার প্রস্তুত প্রণালী ,
শিশুদের খেতে না চাওয়ার কারণ ও তার সমাধান
স্বাস্থ্যসম্মত উপায়ে শিশুর বাড়তি খাবার তৈরির কৌশল ,শিশুর অসুস্থতার সময়ে ও অসুস্থতার পর খাওয়ানো ।
রান্নার সময় ,আগে ও পরে পুষ্টিগুণ বজায় রেখে খাবার তৈরির কৌশল
বিএমএস আইন-২০১৩ ও তার বিধিমালা-২০১৭
শিশুকে সফলভাবে সঠিক পদ্ধতিতে মায়ের দুধ খাওয়ানোর নিয়মাবলী । অর্থ্যাৎ মায়ের দুধ খাওয়ানোর সময় মা ও শিশুর অবস্থান (Position )ও শিশুকে স্তনে লাগানোর পদ্ধতি (Attachment ) ও খাওয়ানোর উপকারীতা,গুড়ো দুধ খাওয়ানোর অপকারীতার প্রাথমিক ধারনা।
শিশুর পুষ্টির অবস্থা নির্ণয় ও গ্রোথ মনিটরিং
রেজিস্ট্রেশনের নিয়ম:
ধাপ ১: পেমেন্ট
এই লিংকে গিয়ে পেমেন্ট করতে হবে এবং বিকাশ ট্রানজেকশন আইডি সংগ্রহ করতে হবে
https://bbf.org.bd/product/course-no-2-2021
ধাপ ২: ভর্তি ফর্ম পূরণ পেমেন্টর পর (বিকাশ ট্রানজেকশন
আইডিসহ) এই ফর্মটি পুরণ করতে হবে-
কোর্স নং-২: ৬-২৪ মাস বয়সী শিশুদের ঘরের তৈরী বাড়তি খাবার বিষয়ক প্রাথমিক কোর্স (google.com)
অথবা,
নোট: রেজিস্ট্রেশন লিংকে করতে অসুবিধা হলে সরাসরি ০১৪০৪-০০৭৬২০ নম্বরে বিকাশ পেমেন্ট করে বিবিএফ এর ফেসবুক পেজে আপনার নাম, কোর্সের নাম ,ট্রানজেকশন আইডি,মোবাইল নাম্বার, বিকাশ নম্বরের শেষ ৪ টা ডিজিট ,ম্যাসেন্জারে ম্যাসেজ করবেন ।
Reviews
There are no reviews yet.